‘গোরিমান’ কি জানেন তো? কতকটা গোরিলা কতকটা হনুমান।
তেমনি ল্যামড়ো – আরও কত কি?
চাফিও কতকটা ঐরকম – একপিস চায়ের দোকান দেখেছিলুম, সে কিনা চাফি বলেই বেচে। চা ফুটিয়ে দেওয়ার আগে একফোঁট্টা কফি দিয়ে দেয় – পাঁচ টাকা কাপ। গুমটির মধ্যে দোকান হলে কি হবে? হেব্বি সেল।
তাই বলছিলুম কি – মানে এই কমিউনিটির জনতাকে বলছিলুম যে বিলিতি মালের নাম নাম কেন, দেশি নয় কেন? আমি কিন্তু ভাই চাফিই থাকলাম।
-
চাফি
Reply
ক্যাপাচিনো 4:20 pm on February 25, 2013 Permalink |
মনোজদের অদ্ভুত বাড়ি 😛
ক্যাফে লাতে 6:02 pm on February 25, 2013 Permalink |
এই যে চাফি, কফি আবার বিলিতি হল কবে থেকে ভাই? সারা দক্ষিণ ভারত জুড়ে কফির চাষ, সেখানে লোকে শয়নে স্বপনে জাগরণে কফি খায়, এমন কি আজকাল যত বাংলা সিরিয়াল হয় আর আঁতেল বাংলা ফিল্ম হয় সেখানেও সবাই কফিই খায়…তাহলে আমরা কি দোষ কল্লুম? এই বাংলায় কফিহাউজ কি আজকের? সেই-ই-ই কবে মান্না দে গান গেয়ে গেছেন…কফিহাউজের সেই আড্ডাটা আজ আর নেই…
চাফি 6:16 pm on February 25, 2013 Permalink |
বটে বটে। দক্ষিনে ফিল্টার কফি এক কালে আমিও খেয়েছি। বাড়িতে বাড়িতে কফির ফিল্টার থাকে জানি। তবে লাতে জিনিসটা কোন দেশে আবিষ্কার শুনি?
ক্যাফে লাতে 6:25 pm on February 25, 2013 Permalink |
লাতে ভাই পুরো বিদেশী- ইতালিয়ানঃ)