AATMA ভলই লেগেছে কিন্ত…..
AATMAভালই লেগেছে কিন্তু নামটা AATMA না হয়ে PAPA হলেই মনে হয় ভাল হত । হলিউডের MAMA সিনেমার গল্প থেকেই যে AATMA-এর লেখক উৎসাহিত হয়েছেন তা তো ঠিক । যদিও গল্প দুটিতে কোন মিল নেই কিন্তু PAPA’র জন্যই সব শুরু, PAPA’র জন্যই তো যতসব ঘটলো । দেখে এও মনে হয়েছে যে সিনেমাটা আরও নিথুঁত হতে পারতো ।
But সব মিলিয়ে ভালই উতরেছে বলতে হবে ।
ক্যাপাচিনো 5:10 pm on April 22, 2013 Permalink |
তোমার তো অসীম ধৈর্য দেখি। হিন্দী সিনেমা দেখেছো, তাও আবার ভূতের?
এসপ্রেসো 5:16 pm on April 22, 2013 Permalink |
:lapar কেন….আপনি কি ভূত ভয় পান নাকি…..?
ক্যাপাচিনো 5:29 pm on April 22, 2013 Permalink |
তেমন তেমন হলে ভয় পাই বই কি! তবে কিনা হিন্দি সিনেমা বেশির ভাগ হিন্দি সিনেমাই ভুলভাল।
এসপ্রেসো 5:34 pm on April 22, 2013 Permalink |
কতকটা ঠিক তবে কিছু কিছু সিনেমা বেশ ভালই লাগে ।
ক্যাফে লাতে 2:52 pm on April 23, 2013 Permalink |
কি ভয়ানক? সেই ছবি, যেখানে ভূত বাবা এসে মেয়েকে কোলে তুলে আদর করে? ট্রেইলার দেখেছি। আমি ভাবছি ‘এক থি ডায়ান’ দেখব। সেটা নাকি বেশ ভয়ের ছবি হয়েছে শুনলাম।
চাফি 5:00 am on April 24, 2013 Permalink |
সুখে থাকতে ডাইনে কিলোচ্ছে?
এসপ্রেসো 8:21 am on April 24, 2013 Permalink |
:cool যদি ঘাড়ে ডায়ান চাপে তাহলে আর কফিহাউজে ফেরত আসতে হবে না……!!
চাফি 9:22 am on April 24, 2013 Permalink |
এখানে ফিরে এলে যদি আবার অন্যদের ঘাড়ে চেপে বসে, তাহলেই মুশকিল।