সোনার কলা
হ্যাঁ, ঠিকই পড়েছো সব্বাই। সোনার কেল্লা নয়, কলা। আমি অবশ্য বাংলা করে বলছি – আদপে আসল কথাটা হচ্ছে গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস।
বেশ মজার এই পুরষ্কার বিতরন। বেছে বেছে বছরের সের খারাপ সিনেমা ও অভিনেতা, অভিনেত্রীদের দেওয়া হয় এই পুরষ্কার। আমাদের দেশে এরকম পুরষ্কার আছে জানতাম না। আজকে গুগল নিউজে দেখলাম যে প্রায় বছর পাঁচেক ধরে দেওয়া হচ্ছে। এই হিসেবে সন অফ সর্দার থেকে অজয় দেবগন আর সোনাক্ষিকে দেওয়া হয়েছে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরষ্কার। মজার কথা হচ্ছে এই তালিকায় একটি বিশেষ পুরষ্কারের নাম – ‘বেটা তুমসে না হো পায়েগা’ :sorry
শুনলাম এবছর প্রথম একজন নাকি এই পুরষ্কার নিজের হাতে গ্রহন করেছেন – অন্বিতা দত্ত – ‘ইস্ক ওয়ালা লাভ’ গানের লিরিক্সের জন্য। আমার তো মনে হয় যা সব জঘন্য লিরিক্স তৈরি হয়েছে গত বছর, তাতে এই পুরষ্কারের জন্য অনেক কাড়াকাড়ি পড়েছে। :pertamax
পড়তে পড়তে মনে হচ্ছিল এরকম একটা উদ্যোগ বাংলা সিনেমার জন্য নেওয়া যায় না? কত প্রতিযোগী ঘুরে বেড়াচ্ছে মাঠে ময়দানে।
বোকা 12:16 am on April 1, 2013 Permalink |
প্রতিযোগী অতি বেশী হলে বিচার করতে করতে তো বছর পার হয়ে যাবে… পুরষ্কার আর দেওয়ার সময পাওয়া যাবে না… 😉
ক্যাফে লাতে 11:59 pm on April 3, 2013 Permalink |
ব্লগে মন্তব্য করার জন্য ধন্যবাদ এবং স্বাগত ‘বোকা’ 🙂
আমরা লটারি করে প্রতি্যোগী বাছাই করে নেব।
ক্যাপাচিনো 10:09 pm on April 4, 2013 Permalink |
হা হা, তাই বলে এত বড় হ্যাটা করার সুজোগটা ছেড়ে দেওয়াও কি ঠিক হবে?
ক্যাফে লাতে 7:19 am on April 1, 2013 Permalink |
হ্যাঁ, এটা আমিও শুনেছিলাম। এটা বোধ হয় সাজিদ খান করে না? বাংলাতেও হওয়া উচিত তো বটেই এইরকম কিছু একটা। তমার আগের পোস্টে ওই সব ম্যাশ আপ গুলো দেখলাম। গান গুলো অবশ্য আলাদা করে শোনাই ছিল। ব্যাপারটা বেশ দম বন্ধ করা …।বাংলা গান, তার মধ্যে গুচ্ছের হিন্দি আর ইংরেজি শব্দ, ছবির নাম হল আওয়ারা, দিওয়ালা, জানেমন – এইসব শব্দগুলো কোনকালে বাংলা অভিধানের অন্তর্ভুক্ত ছিল কে জানে !!
আর এইসবের বিপরীতে হল জন্মজ্যাঠার দল :nohope
তারা আবার এতই বেশি বোঝে যে, তাদের প্রথম ও প্রধাণ উদ্দেশ্যই হচ্ছে দর্শককে এটা বোঝানো যে, ‘তুমি আমার থেকে সব বিষয়েই খুব কম বোঝ, তাই আমি যা বলছি তা চুপচাপ মেনে নিতে হবে। মেনে নিলে তুমি আঁতেলেকচুয়াল, না মানলে বোকা পাঁঠা , খবর্দার নন্দন চত্বরে যেন তোমাকে দেখা না যায়!! :nerd
ক্যাপাচিনো 10:10 pm on April 4, 2013 Permalink |
আরে দুর – কি যে বল, সাজিদ খান? তিনি নিজেই কতগুলো করে পুরষ্কার পান তার নেই ঠিক – আমার এখনও মনে আছে – হাউসফুলের মত জঘন্য সিনেমা বোধহয় আর দুটো নেই।
চা পাতা 3:51 am on June 9, 2013 Permalink |
ঝেড়ে পেন্টু খুলে দিয়েছেন দেখছি!