গত রবিবার আমাকে টুকরো টুকরো টেস্ট পোস্ট দিতে দেখে কৌতুহলী হয়েছিলেন কেউ কেউ। তাই মনে হল খবরটা দেওয়া জরুরি। যদিও খুব নতুন না – বছর দুই আগের অন্তত:।
আইএফটিটিটি বলে একটি সাইট বাজারে এসেছিল। তারা সম্প্রতি সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেসের সঙ্গে ইন্টিগ্রেট করে একটা প্যাচ দেওয়ায় বাংলা ব্লগিং বেশ উৎসাহ বেশ একটু বেড়ে গেল – কারন এমন অনেক কথাই থাকে, যা নিয়ে দু লাইন লিখলে মন্দ হয় না বা হয়তো পথচলতি ট্রাফিক ভুলতে মোবাইলেই দ্দিব্যি লিখে ফেলা যায় কিছু না কিছু, কিন্তু সেই সব লেখা যাবে কোথায় এইটে ভাবা মুশকিল। হারিয়ে তো যেতে দেওয়া যায় না। তাই ফেসবুক পোস্টের সাথে কফিহাউসের আড্ডাকে জুড়ে ফেললাম খুব সহজে, আর মনে হল ভাগ্যিস সাইটটা ফেলে দিইনি। হ্যাশট্যাগ দেওয়া লেখাগুলো এখন থেকে থাকবে সাইটেও (coffeehouseradda.in) । কেউ যদি ব্যাপারটা শিখতে চান, যোগাযোগ করতে পারেন।
NOOR A ALAM 9:36 pm on September 23, 2015 Permalink |
খুব ভাল করছে