মেসি মেসিই – মারাদোনা মারাদোনাই
খেলাটা দেখে মন খারাপ হয়েই গেল। সেই কবে থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ হাতে দেখার ইচ্ছে।
চব্বিশ বছর আগের খেলা দেখেছিলাম প্রায় বাবার কোলে বসে – সাদা কালো টিভিতে। আর আজকে দেখলাম মেয়েকে কোলে নিয়ে। আর্জেন্টিনার খেলার কোন ছন্দ খুঁজে পেলাম না। মেসির বাড়িয়ে দেওয়া কয়েকটা পাস দলের অন্য কেউ নিতেই পারল না? খেলাটা হঠাত করে ডিফেন্সিভ হয়ে গেল কি যুক্তিতে? আর যে ভুল গুলো হয়েছে, সেগুলো বিশ্বকাপ ফাইনালে কি মেনে নেওয়া যায়?
জার্মানি প্রথম থেকে সমান গতিতে খেলে গেল। ইতালিতে যে বিশ্বকাপ জিতেছিল সেই দলটা বোধহয় ছিল পশ্চিম জার্মানি – সংযুক্ত জার্মানির বোধহয় এটাই প্রথম জয়। লাতিন আমেরিকান ফুটবলের প্রতি যে বিশ্বাস, যে শ্রদ্ধা ছিল – তা ভবিষ্যতে আর থাকবে কিনা জানি না। মেসি নামটা ফুটবল ইতিহাসে সোনার বলের সঙ্গে থাকবে, কিন্তু মারাদোনার সাথে এক সারিতে বোধহয় নয়।
ভাঁড়ের চা 12:51 pm on July 14, 2014 Permalink |
ঘুমে কাদা ছেলে কোলে বসিয়ে আমিও দেখেছিলা মারাদোনার সেই ফাইনাল! ভবিষ্যতে সে রকম খেলা দেখার কোন সম্ভাবনা দেখছি না। আজও ছিল না। সে কারনেই রাত জাগিনি। কোয়ার্টার ফাইনালের খেলা দেখে একটু আশা জেগেছিল, তাই লিখেছিলাম আর্জেন্টিনার পক্ষে কফিহাউসের আড্ডায়।
মারাদোনার খেলার কিছু কিছু ঝলক মাঝে মাঝে দেখিয়েছে এ ক’দিন। কি খেলা! এসবই দেখা, কিন্তু স্মৃতি সহায় ছিল না বলে সময়মত মনে পড়ছিল না। তাই আগে লিখি নি।
গ্রুপ অফ ১৬-এ ব্রাজিলের খেলা দেখে ওদের ১৩/৭/১৪ রিওতে ঢোকার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম! জার্মানির কথা একবার মনে এলেও কাগজগুলির এত ‘মেসি মেসি’ শুনে ওদের কথা ভুলে গেছিলাম। এটাই হওয়ার ছিল, হয়েছে।