কফিহাউজের জন্মদিন
কফিহাউজের আড্ডার এই নতুন সাইট শুরু হয়ে প্রায় এক বছর হয়ে গেল। বাংলায় এক রকম মাইক্রোব্লগ, অহেতুক কবিতা, পরনিন্দা পরচর্চা, রাজনীতি বাদ দিয়ে স্বচ্ছ নির্ভেজাল আড্ডা এরকম আরও আছে কি না জানি না, তবে খুব বেশি বোধহয় নেই। আমাদের ছিমছাম আয়োজনের মধ্যে গর্বের জায়গা বলতে এইটুকুই।
প্রথম পোস্ট পড়েছিল ৩০শে জানুয়ারি, ২০১৩। দেখতে দেখতে প্রায় এক বছর পার। ফেসবুক বলছে প্রায় চারশ লাইক পড়েছে। পোস্ট দেখেছেন আরও অনেক পাঠক। অনুমান করতে পারছি কিছুটা হলেও জনপ্রিয়তা পেয়েছি আমরা।
আপাততঃ এই পোস্টটিকে দু-সপ্তাহের জন্য স্টিকি পোস্ট করা হল। কফিহাউজের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কিছু বলার থাকলে বা পাঠকরাও কেউ অভিনন্দন জানাতে চাইলে এই পোস্টের মন্তব্য হিসেবে আপনাদের মতামত রাখতে পারেন।
সবাইকে অনেক শুভেচ্ছা রইল। নতুন বছরে মনের আনন্দে ব্লগিং করুন।
ক্যাফে লাতে 7:12 pm on January 23, 2014 Permalink |
আর হ্যাঁ, এখানে কোন অতি উৎসুক টিভি চ্যানেলের কথা বলা হচ্ছে সেটা আন্দাজ করতে পারছি। ওদের , এবং ওদের মত বেশিরভাগ চ্যানেলেরই ধারণা, ওরা যেকোন মানুষের ব্যক্তিগত জীবন , পছন্দ -অপছন্দ নিয়ে ছিনিমিনি খেলতে পারে, শুধুমাত্র কিছু টি-আর-পি নামক ঘোড়ার ডিমের সংখ্যাতালিকার মুখ চেয়ে। সুচিত্রা সেনের শ্রাদ্ধানুষ্ঠানের দিন দেখলাম, পাশের বিল্ডিং এর ছাদ থেকে ক্যামেরা বাগিয়ে দেখানো হচ্ছে- মুনমুন সেন শ্রাদ্ধ করছেন। দেখে কার কার বাপের কোন শ্রাদ্ধে পিন্ডি পড়ল, সেটা অবশ্য সেই টিভি চ্যানেলের লোকেরাই জানেন !!! দাহ করার দিন মনে হচ্ছিল, সুচিত্রা সেনের বলিরেখাপূর্ণ জরাজীর্ন মুখ একবার টিভিতে দেখাতে পারলে সবাই লটারি জিতবে। বিশ্বাস করুন, নিউজ চ্যানেল- আমার জঘন্য লাগে। নিউজ চ্যানেল দেখা আমার কাছে বেশিরভাগ সময় মানসিক অত্যাচারের মত। তবে শেষ কথা হল- সুচিত্রা সেনই জিতে গেলেন। তাঁর কোন এক ছদ্মবেশি বন্ধু লুকিয়ে mms তুলে সেটা নিউজ চ্যানেলকে দেখিয়ে গর্ব করতেই পারে, কিন্তু ঐটুকুকে কেউ পাত্তাও দিচ্ছে না। পরের দিন এবং তার ও পরের কয়েকদিনের কাগজে ছবি দেখুন- কোথাও কোন পক্ক্বকেশ বৃদ্ধার ছবি দেখেছেন কি ? সব পাতা আলো করে ছিলেন সেই ব্ল্যাক- অ্যাণ্ড-হোয়াইট গ্ল্যামার কুইন।
ভাঁড়ের চা 1:25 pm on January 24, 2014 Permalink |
সুচিত্রা সেনের পারলৌকিক কাজকর্মের ছবি দেখানো হয়েছে নাকি ? আমি অবশ্য তা’ দেখিনি। ফেসবুকে কেউ পোষ্ট করেছেন বৃদ্ধা এবং নায়িকা শ্রীমতী সেন-এর ছবি, পাশাপাশি! কার তাতে কি লাভ হয়েছে কে জানে!