গতকাল ১৪ই জুলাই ছিল কিন্তু টেলিগ্রামের অন্তিম দিন। গতকাল শনিবার ছিল । তবে সেটা সেই অফিসের ছুটির দিন, তাই কতৃপক্ষ পরের দিন, আজও(রবিবার) খোলা রাখবেন বলে কাগজে খবর বেরিয়েছে। কাজেই কারও কোথাও টেলিগ্রাম পাঠাবার থাকলে আজই শেষ সুযোগ কিন্তু–। শেষ প্রেরকের ছবিও তুলে রাখা হবে বলে শুনছি।
-
ভাঁড়ের চা
Reply
ক্যাফে লাতে 10:22 am on July 16, 2013 Permalink |
ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে উঠল না।
এইভাবে কত কিছুরই ইচ্ছা হয়, কিন্তু সময় হয়ে ওঠে না