৬)
”মিউজিক ওয়ার্ল্ড”এর মত আর একটা পুরোন জিনিষও গায়েব হতে চলেছে। সেটা ”টেলিগ্রাম” আর তা পাঠাবার যন্ত্র ”টেলিগ্রাফ যন্ত্র”! যদিও মোবাইলের আবির্ভাবে সে আগেই প্রায় বিদায় নিয়ে ফেলেছিলই, এবারে পাকাপাকি ভাবে তাতে সরকারি সিল মোহর পড়ল! হাজার চেষ্টা করলেও আর পাওয়া যাবে না! ঐ যে, আবার বলতে হয়, ”ওল্ড অর্ডার—-”। পুরোন মানুষ ত, তাই পুরোন অনেক কথাই মনে পড়ে!
”কি যেন হারিয়ে গেল !” গোছের একটা ”ইয়ে” থেকে যায় বোধ হয়, না ?
ক্যাপাচিনো 4:47 pm on June 29, 2013 Permalink |
আমরা যারা কোনদিন টেলিগ্রাম করিনি বা পাই নি, তাদের পক্ষে ব্যাপারটা ধারনা করা খুব মুশকিল। তবে কিনা মর্স কোড ব্যাপারটা বোধহয় থেকে যাবে। ভারত সরকার কি টেলিগ্রাফের সমস্ত ইনফ্রাস্টাকচার তুলে দেওয়ার নির্দেশ দিল?
ক্যাফে লাতে 5:05 am on June 30, 2013 Permalink |
হেহে, আমি টেলিগ্রাম কাউকে পাঠাইনি, কিন্তু বাড়িতে টেলিগ্রাম অনেক আসতে দেখেছি।
ক্যাপাচিনো 3:15 pm on June 30, 2013 Permalink |
পুরোপুরি উঠে যাওয়ার আগে আমাকে একপিস করো তো। সংগ্রহ করে রেখে দি।
ক্যাফে লাতে 9:44 am on July 1, 2013 Permalink |
খিক খিক খিক। এটা ভাল বুদ্ধি। তুমি তোমার ঠিকানাটা আমাকে মেইল কর। আমি একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেব। তবে কিনা কলকাতার ঠিকানা দিও না। তোমার কলকাতার বাইরের ঠিকানা দিও। না হলে এপাড়া থেকে ওপাড়া টেলিগ্রাম করলে ইন্ডিয়া পোস্ট তেড়ে মারতে আসবে। এমনিতেই কাজ করতে চায় না ।
ভাঁড়ের চা 3:13 pm on July 1, 2013 Permalink |
১৯৯৬ তে আমার মেয়ে যখন কলকাতার কলেজে ভর্তির জন্য ডাক পেল তখন আমরা কেউই কলকাতায় ছিলাম না। ঐ সময় আমার এক আত্মীয় কলকাতায় সুযোগ পাওয়ার খবর টেলিগ্রাম করে জানিয়ে ছিল। তখনও আমার বাড়িতে ফোনের সংযোগ পাইনি।
এবং এটাই আমার শেষ টেলিগ্রাম পাওয়া।
ক্যাফে লাতে 6:17 pm on July 1, 2013 Permalink |
সেটা এখনো রাখা আছে নাকি?
ভাঁড়ের চা 3:44 pm on July 2, 2013 Permalink
না ! ১৭ বছর আগের কাগজ থাকে ?