রান্ঝ্না -দেখব কি দেখব না?
সবে ভাবছিলাম অনেকদিন হয়ে গেছে, একটা পুরোদম বলিউড দেখিনি, তাই রান্ঝ্না দেখতে যাব। কিন্তু মুশকিলে পড়ে গেছি। একদিকে আমার এক বন্ধু ছবিটা দেখে এসে বলছে, ছবিটা দেখা উচিত, অনেক ভাবার মত বিষয় আছে, অন্যদিকে ব্যাটা ভিজিল ইডিয়ট উলটো রিপোর্ট দিচ্ছে এই লিঙ্ক- এ ঃ
http://mumbaiboss.com/2013/06/24/the-vigil-idiot-raanjhanaa/
ফলে পুরোই ঘেঁটে গেলাম। কি করব এখন? কেউ কি দেখেছে?
ক্যাপাচিনো 9:10 am on June 26, 2013 Permalink |
রিভিউতে অনেক জায়গাতেই উল্টো বলছে – কিন্তু যারা সিনেমাটা দেখেছে তারা বলছে নাকি ভালো হয়েছে। তবে সুপারম্যানের সিনেমাটা না দেখে অন্য সিনেমা?
ক্যাফে লাতে 12:40 pm on June 26, 2013 Permalink |
কোলাভেরি ডি কে ছেড়ে সুপারম্যান? এমনিতেই আমি ধুমধাড়াক্কা ফিল্ম পছন্দ করি না। :cool
ক্যাপাচিনো 1:22 pm on June 26, 2013 Permalink |
হে হে সেই একই কারনে আমি কোলাভেরি কে সেকেন্ড বা থার্ড লিস্টে রেখেছি